শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা
কবিতা

পরবাসের জফলসত্র

মঈনুস সুলতান

মিসিসিপির বহতা জলে প্রতিবিম্বিত হয় সাতটি নক্ষত্র

হাউসবোটের খিড়কিতে দাঁড়িয়েছিলাম রজনীর মধ্যযামে,

ছেড়েছি স্বদেশ- দূর বৈদেশে খুঁজেছি দিবা-নিশি জলসত্র,

কত বছর আগে ভেবেছিলাম- না হয় থিতু হই ভিয়েতনামে।

তারপর মনে হলো- সমুদ্রের অই পাড়ে ঘাস বেজায় সবুজ

তুষের তুরীয় আভায় খুঁজি জগৎ সংসারে তেপান্তরের পরিখা,

খুব মিষ্টি ছিলো কী- পানশির পাহাড়ের সুরভিত খরবুজ,

পরিযায়ী প্রজাপতির মুগ্ধ মজমায় মেতেছিলো পুষ্পিত আফ্রিকা।

 

পরবাস ছাড়ি ফের- বাঁধি খেলাঘর অবশেষে মার্কিন মুলুকে

গড়ে তুলি নিজের নিভৃতে সহজিয়া এক কাশবন,

কী যেন নেই- কুরে খায় করোটি সারা দিনমান ঘুনপোকে,

পকবলই মনে পড়ে নদীজল- সুরমা সরণীর সজল বারিষণ।

 

ঘুরেছি অনেক- দোরে দোরে খুঁজেছি-সহিষ্ণুতার স্বর্ণ

কৃষ্ণপক্ষের পূর্ণিমায় অভিবাসনের জিকির হয়ে ওঠে দুঃসাধ্য,

বদলাতে চাইনি কখনো গা-গতরের বাদামি বাউলা বর্ণ,

আসে না স্থিতি- শ্রবণে বাজে পৃথক পরবাসের সুরবাধ্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর