শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা
কবিতা

অশ্রু

ফারুক মাহমুদ

অতি চেনা, অর্ধচেনা, সদ্যচেনা হোক

নিঃশব্দ চোখর জল বিস্তারিত হয়

                              পার্শ্ববর্তী চোখে

 

স্থান-পাত্র ভিন্ন বটে, বলা হয়- ‘পানি’ কিংবা ‘জল’

যখন সে চক্ষু থেকে ঝরে-

‘আদরে-সোহাগে’ ওকে ‘অশ্রু’ নামে ডাকি

 

যতই গভীরে হোক, সাগরের তলদেশ থাকে

            মাপজোখে চক্ষু কিন্তু পরিসীমাহীন

 

ভূমন্ডলে ছোট-বড় যতকিছু জলস্থান আছে-

যেকোনো অশ্রুর পাশে স্থবির ও শীর্ণ মনে হয়

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর