শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা
কবিতা

হারিকুরি

শেখ আতাউর রহমান

ভালো লাগায় বাধা দেয়া ভুল

এ যে ভালোবাসার প্রথম সুগন্ধী মুকুল!

এ যে এক অমোঘ নায়াগ্রা-সাধ্যকার দেয় তারে বাধা

কৃষ্ণকে ধরে রাখতে কি পেরেছিলো রাধা?

এ যে এক বিধ্বংসী চুম্বক কৃষ্ণগহ্বর-মহাকর্ষক তারা

প্রেমিক যে পিপাসার্ত মরুবাসী, আছড়ায় গোবি সাহারা!

এ যে তপ্ত ভিসু ভিয়াস-দাউ দাউ জলন্ত অগ্নি

পতঙ্গের মতো ঝাঁপ দিয়ে মরা ছাড়া নেই কোনো গতি!

হে আশিক, দহনে দহনে দগ্ধ হওয়াকেই কর লগ্নি!

প্রেম এক দুলর্ভ প্রত্যাশা-মজনু যে লাইলী হারা

আত্মহনন যার অবশেষ-মুক্তি নেই ‘হারিকুরি’ ছাড়া!

কি যে ক্ষুধার্ত আমি।

কেউ না-এ- ক্ষুধার কি ভয়াবহ যন্ত্রণা

জানেন কেবল আমার আকাশের অন্তর্যামী!!.

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর