শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

পুঁজি

ইকবাল আজিজ

পুঁজি এ যুগের ক্ষমতার মূল-

ঈশ্বর যেন ছড়িয়ে রয়েছে

           মাথা ভরা তার কালে এলোচুল।

আকাশ ছুঁয়েছে পুঁজির পৃথিবী

মেঘে মেঘে ভাসে কণ্ঠস্বর;

পুঁজি এ যুগের ক্ষমতার মূল-

        এ যুগের গান স্বপ্নের ঘর;

        আমার মনের এক ঈশ্বর।

 

পুঁজি আজ যার ক্ষমতা তাহার

পুঁজি নেই যার নেই যে বাহার;

এ যুগের ধ্বনি প্রতিধ্বনি-

মনের গভীরে আগুনের খনি।

পুঁজির পৃথিবী গড়েছে পুঁজি;

একা আনমনে তাকেই খুঁজি।

 

মিথ্যা এ প্রেম বুক ভরা হেম

পুঁজি একা শুধু গান গেয়ে যায়-

গরিবের খুন চেটে চেটে খায়;

তারপর সে যে কোথায় হারায়।

এ যুগের সুখ স্বপ্নের স্বর

পুঁজি যেন আজ এক ঈশ্বর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর