শুক্রবার, ৩০ জুলাই, ২০২১ ০০:০০ টা
কবিতা

জীবন, তোমার প্রতি এত কেন প্রশ্নতীর

হাসান হাফিজ

দাঁতে দাঁত চেপে আমরা সহ্য করি জীবন তোমাকে।

দুর্গতি লাঞ্ছনা জোটে অগণন, তারপরও

কী আশ্চর্য বেহায়া নির্লজ্জ হয়ে ভালোবাসি জীবন তোমাকে!

তোমা-মধ্যে কী যে এক গন্দমের রহস্য লুকোনো

একটি জীবন আস্ত পার হয়, তা সত্ত্বেও দিগ্ভ্রান্ত

                       রহস্যের কোনো ক্লু কিনারা মেলে না...

আধো অবগুণ্ঠনের আড়ালে অধরা ও নিরাপদ অবস্থিতি

                       কেন এত লুকোচুরি পছন্দ তোমার?

কেন এত অতৃপ্তি ধোঁয়াশা ঘুম অবিরল পিপাসাপ্রতাপ?

বুঝতে বুঝতে আয়ুক্ষয়, তোমাকে বহতা নদী

বলে শুনি কেউ কেউ, নিরাসক্তি আউলা ঢেউ তুমি,

ক্ষুধাতৃষ্ণা ভুলে গিয়ে দিবানিশি সাগরসন্ধানে ছোটো

                       অতিমারি কোভিড উপেক্ষা করে

তুমি এক নিরঙ্কুশ স্বৈরতন্ত্রী, নিদয়া নিষ্ঠুর তুমি, যেন বা সীমার

মানুষের হালকাপলকা প্রাণ নিয়ে খেলছো চড়-ইভাতি

বিশ্বজোড়া এত মন্দা, এত যে নৈরাশা তার একচুলও

কেন তুমি সে পাথর ভাঙতে পারো না, কেন কিছুই পারো না?

সর্বশেষ খবর