শুক্রবার, ৩০ জুলাই, ২০২১ ০০:০০ টা

নীল মাস্কহীন নদীতে

হাসানুজ্জামান কল্লোল

আকাশের দাদশী চাঁদ ছেলেবেলার মত আমার সাথে সাথে চলছে আর জেলেপাড়ার পাশে আমাদের স্মৃতির মাঠে ছড়াচ্ছে আজো নিকেল আলো।

পাশের বাঁশবাগানের ঠিক লাগোয়া বাড়ি থেকে সন্ধ্যায় প্রভুর কীর্তি-জপ নয় ভেসে আসছে চোখভেজা মৃত্যুর বিলাপ!

আহারে মৃত্যর মিছিল:

গতকাল সকালে যে শোকের রোল তুলে চুলখোলা পাড়ার প্রবীণ করোনায় ভুগে চলে গেলেন-এত বড় হিতৈসীর শেষযাত্রায় গুটিকয় ভয়ার্ত পায়ের ধ্বণি!

যিনি দিন পাঁচেক আগে দৃপ্ত তাঁর গানের কণ্ঠের মতই বলেছেন: করোনা তাঁকে হারাতে পারবে না! তিনি যে হেরে, আমাদের ছেড়ে অনন্ত যাত্রা করলেন- তাঁর সকিনা এখন তেজী, রিসকা নিয়া তবে এই লকডাউনে ভীত রাস্তায় কি ঘোড়দৌড় দেবে?

আহারে অতিমারীর হীন আগ্রাসী কর্কশ কাঁটা!

আহরে সকিনা, আহারে আমার বোন

বন্ধুহীন স্ত্রী, ফুলের মত কণ্যারা;

পিতাহীন নিস্পলক পুত্রের নির্ঘুম সব চোখ!

আর তাকাতে পারিনা, আর শোক নিতে

আমাদের ন্ব্জ্যু মেরুদন্ড ব্যথায় নীল-

 

ও দরিয়া, ও বঙ্গোপসাগর আমাদের

 আবার থৈথৈ হাস্নাহেনার গন্ধে ভাসাও

আমাদের নীল মাস্কহীন তরতাজা

সবুজ ফসলের মাঠের মত নদীতে

প্রাণভরে জলপায়ে হাটতে দাও, প্রভু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর