শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নীল অথৈ নির্জনতা

অদ্বৈত মারুত

আগুন চোখ-মুখ বিপন্ন বিস্ময়ের ভেতর

নেচে ওঠা হীরামন পাখি

গাছে, বনাঞ্চলে সূর্যসুন্দর ঢেউ তোলা কেউ

বন্যবসন্তে করে ডাকাডাকি।

 

এমন পৃথিবী অচেনা মানুষ একান্ত নির্বাসন

নীল অথৈ নির্জনতা- বৈকল্য; ঘোর

তাকের ওপর সংগোপিত বৈয়াম আচার

সুষম গূঢ়লিপি অপঠিতই রয় প্রবেশ-অন্তর।

 

কি ছিল পেটে চাষের আকালে গুচ্ছচারায়

কোটি গোলাপ গোপন অসুখে থেকে

কি না-বলা কথাগুলো বলে যায় ঢেউ তুলে

ফনা তুলে সাপ হাসে আবীর মেখে।

 

ভূমিরক্ত গড়িয়ে পড়েছে পাতা ভিজিয়ে বুক

গহিন মনে বসে কত বালিকা বাঁধালো অসুখ!

সেসব স্মৃতিচিহ্ন নিশ্চিহ্ন না-হওয়া মনঘোড়া

ডাকাডাকি করে, জড়িয়ে ধরে থাকে বিষণ্ণ মুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর