শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
বই পরিচিতি

গণমানুষের অর্থনীতি ও বঙ্গবন্ধু

মোহম্মদ শামস্-উল ইসলাম

গণমানুষের অর্থনীতি ও বঙ্গবন্ধু

বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষি ও কৃষক। অধিকাংশ মানুষ প্রত্যক্ষ-পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। মানুষের খাদ্য সম্পূর্ণভাবে কৃষিকেন্দ্রিক। লেখক কৃষকের অর্থনীতি বা গণমানুষের অর্থনীতির মূল ভিত্তি এবং বঙ্গবন্ধুর ভাবনা সুচারুভাবে বর্ণনা করেছেন ‘গণমানুষের অর্থনীতি ও বঙ্গবন্ধু’ বইতে। তিনি পাঁচটি অধ্যায়ে সহজ-সরল ভাষায় অর্থনৈতিক পর্যালোচনা করেছেন। বিশেষভাবে ফুটে উঠেছে বঙ্গবন্ধুর কৃষিভাবনা ও বাংলাদেশের কৃষি অর্থনীতির স্বরূপ। উপমহাদেশে সমৃদ্ধ কৃষিভিত্তিক শিল্প ও অর্থনীতি ধ্বংসে ব্রিটিশদের কূটকৌশলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলা অঞ্চল। সে ধারাবাহিকতা থেকে বঙ্গবন্ধুর পরিকল্পনা, বৈষম্যহীন অর্থনীতি নির্মাণ চমৎকারভাবে উঠে এসেছে বর্তমান বইতে। বরাদ্দকৃত ঋণ, বৈদেশিক সাহায্য ব্যয়, রাজস্ব ব্যয়, কৃষিক্ষেত্র, বন্যা ও সেচ প্রকল্প ইত্যাদি পর্যালোচনা হয়েছে। আলোঘর প্রকাশিত সুখপাঠ্য বইটি মুজিববর্ষের অনন্য সংযোজন। এ জন্য লেখক প্রশংসা পেতেই পারেন। দাম ৩৫০ টাকা।

সর্বশেষ খবর