শিরোনাম
শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
কবিতা

রবীন্দ্রনাথ

রাহমান ওয়াহিদ

কষ্টের মন ছোঁয়া একটিই হাত

           রবীন্দ্রনাথ

‘জল পড়ে, পাতা নড়ে’-একটিই রাত

              রবীন্দ্রনাথ

 

পদ্মার বোটে জমে গল্পের মেলা

সোনার তরী বেয়ে জমিয়ে খেলা

ভেসে যায় সুন্দর।

হাঁটে মহাকাল দারুণ দাপটে

শত সহস্র প্রশ্ন পশ্চাতে ছোটে

মেলে না উত্তর।

 

রবিরই তাপে নামে জলের প্রপাত

             রবীন্দ্রনাথ

হৃদয়ের নামতায় একটিই ধারাপাত

              রবীন্দ্রনাথ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর