শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
কবিতা

যে কোনো বস্তুর মতন

জোবায়ের মিলন

কিছুটা রোদ পড়ুক

ছায়াঘেরা উঠান তোমার,

শীতের জীর্ণতা বুকে নিয়ে শুয়ে আছে ভাদ্রের দিন।

কিছুটা তাপের দাহে গলুক তোমার মোম

বরফের মতো জমে আছে তোমার গাছ লতা

গ্রীষ্মের জাগরণে ভাঙছে-না মৃত্যু মৃত্যু খেয়াল।

তোমার ডানায় নেই রান্নার কোনো সুগন্ধ

কুপোকাত হয়ে আছো ঠান্ডর মিহিন স্পর্শে,

কিছুটা তাপ ঝরুক

কিছুটা আগুন জ্বলুক

কিছুটা নড়ে উঠুক তোমার রক্তনালিগুলো

তুমি এখন হিম দেশের যে কোনো বস্তুর মতন!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর