শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
কবিতা

রৌদ্রচুম্বন

আদ্যনাথ ঘোষ

রাতের আলপথ বেয়ে যে নদী সাঁতরায়

চোখে তার জোনাকির ফুল, বুকে তার আয়নাজল-

নাভিছেঁড়া জোছনারা নাওরের নাও হয়ে

ইচ্ছেমতি জলরঙে দিয়ে যায় পূর্ণিমার বিচূর্ণ চাঁদ।

ভাঙনের শেষে নদী তার তুলে আনে মায়াময় সুর,

জলের রেখায় উঠে আসে কুমারীর মৌতাত ফুল।

মনের ভেতর থেকে দুইখানা হাত বের হয়ে

বুকের উপর ফুলে ওঠা নদী তার-

অবাধ্য জোয়ার লেপটে রেখে দিয়ে যায় রৌদ্রচুম্বন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর