শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
কবিতা

মাটি ফুঁড়ে জন্ম নেবে

ইকবাল আজিজ

মাটি ফুঁড়ে জন্ম নেবে অদৃশ্য সুর-

তীব্র মাতাল হাস্নাহেনার খুনের নেশা

         জোছনা রাতে।

‘দুঃখনদীর দোলায় দোলে ভবনদীর পানি-

রূপের নদী অতল জলে করে হানাহানি,

মাটি ফুঁড়ে অন্ধকারে জেগে ওঠে আলোর গান;

মাটি ফুঁড়ে জুরাসিক যুগ চোখে ভাসে।

 

আঁধার ছিঁড়ে শূন্যতায় জন্ম নেবে নূরের জ্যোতি;

মাটি ফুঁড়ে জুরাসিক যুগ চোখে ভাসে।

 

মাটি ফুঁড়ে জন্ম নেবে অদৃশ্য সুর-

শূন্যতায় জন্ম নেবে বস্তু ঘিরে বস্তুকণা;

স্বপ্নঝড়ে ভেসে গেছে লক্ষ কোটি ডায়নোসর।

শূন্যতায় জন্ম নেবে শূন্যতায় বসত তার;

মাটি ফুঁড়ে জন্ম নেবে অদৃশ্য গান-

প্রসারণের লীলাখেলা মহাবিশ্বে;

লক্ষ কোটি আলোকবর্ষ এক নিমিষে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর