শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
কবিতা

অবিনশ্বরতা

কামরুল আলম সিদ্দিকী

বসতি আমার এইখানে- আগেও আমার ছিলো,

ঝাপসা ঝাপসা মনে পড়ে- এই মাটি, এই পথ,

এই নদী-পানি একদিন আমারই সতীর্থ ছিলো;

তাই তো ছাড়তে এই ঘর কলিজা বিদীর্ণ হয়-

আবার আসবো বলে মাটি চিনে রাখি, চিনে রাখি

মানুষের মুখগুলি, চিনে রাখি পাখি, চিনে রাখি

দুলালপুর স্টেশন থেকে কোন পথে কতদূর

যেতে হয়, কতদূর গেলে প্রিয় আত্মারা আমার-

আত্মার মহলে ঢুকে আত্মা খুলে দেয়, কতদূর

হারানো বসতে গেলে দেখা হয় হারানো বছর-

পিতৃপুরুষের দুঃখ নদী লতা পাখি প্রেম সুখ;

কতদূর গেলে ফিরে দেখি হারানো মায়ের মুখ!

 

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর