শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
কবিতা

যদি দেখা না দাও

সম্পদ বড়ুয়া

যদি দেখা না দাও,

তাহলে অনেক দূরে চলে যাব-

এই দ্বীপ এই দ্বীপান্তর অনেক অনেক ভালো,

নক্ষত্রের অন্ধকার রাতে তারাদের ঘরে

আলো জ¦ালাবার আয়োজন দেখিনি কখনো।

 

তোমাকে বলেছি আমি কতবার- কাছে এসো, কাছে।

তুমি বললে- দূরে থাকাই ভালো,

একা একা বসে বসে বেদনার ধূপ জ¦ালো।

রৌদ্রের বার্ধক্যে দেখি পলাতকা ছায়া

দীর্ঘ হয়ে অন্ধকারে পালিয়ে বেড়ায়।

 

আকাশের তারাগুলো বড় একা, দূরে দূরে থাকে,

যতই কাছে ডাকি, বলে- সুদূরের পিয়াসী আমরা,

দূরে আছি তাই ভালো আছি,

কাছে এলে চোখ ধাঁধানো ঝলমলে আলোয়

কিছুই যাবে না দেখা, শুধু পাবে আলোকিত অদ্ভুত আঁধার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর