শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

স্বপ্নজাল

ফখরুল করিম

মানুষের এত দোষের মধ্যে আছে জল রং

কাঁদে হাসে আনন্দ করে আরও কত ঢং

আঁধারে আনন্দ করে জোছনায় করে গান

নিমেষেই আবার দেখায় কত মান-অভিমান।

পাহাড়ের উঁচুতে উঠে ধরতে চায় আকাশ

বিষণœতায় বোঝে না সে, শূন্যতায় শুধু বাতাস

রংবেরঙের স্বপ্নের মাঝে খুঁজে পায় না সে ঠিকানা

এত মানুষ এলো গেল মনমানুষ সে পেল না।

যৌবনের লাল রাস্তায় বিছানো রয়েছে স্বপ্নজাল

মায়ায় পড়ে ঘুরের মধ্যে বৃথা হচ্ছে শুধুই কাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর