শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
কবিতা

অন্ধকার

বিমল গুহ

সন্ধ্যা ঘনিয়ে এলে অন্ধকার তীব্র গাঢ় অন্ধকার

জেঁকে বসে বিছানা বালিশে-

হাই তোলে, ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে

যাহারা উপুড় হয়ে আছে এই নড়বড়ে সাঁকোর উপর

আঁধারে হাতড়ায় প্রাণবীজ;

সম্বিৎ ফিরে এলে রোগীর শয্যায় এসে বসে;

তখন তো রোগী আর থাকে না স্বাভাবিক,

মৃত্যু ও আঁধার দুই পাশাপাশি শোয়

বন্ধুর মতন মিলেমিশে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর