শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মৌভাত থেকে উড়ে গেছে

জোবায়ের মিলন

তোমার চুলে গান্ধিপোকা

মৌভাত থেকে উড়ে গেছে পুকুরের জিয়ল মাছ,

কেঁদো না, আবার নাকছাবি ফিরে পেলে

দুধে ধোয়া কাঠের ঘর বানিয়ে দেব দক্ষিণ ভিটায়।

 

রাত্রির নিচ-পেট হয়ে

উঠান থৈ থৈ স্রাবস্বরে!

গোলাপজল বিকাল যদি নির্মিত না হয়, ফের

শালুক পাতায় সাজাব শৈশব, কার্তিকা গীতে বসাবো

উৎসব একার ভেতর, কালো গামছা পুড়িয়ে

লাল রঙ শাড়ি আনিয়ে নেব উড্ডীন হতে;

বেণী জোড়া ছেড়ে-বাতাসের বিলে ছেড়ে দাও খোঁপা

মধুচাক বসুক তোমার চুলের ঝিলে নির্ভয়া চিত্তে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর