শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
কবিতা

জীবন

ফারুক মাহমুদ

যেকোনো জন্মের নাম আলো, সত্য, ধ্রুবপুণ্যরেখা

 

উদ্ভাবিত সব রং, কল্পনায় থেকে আছে যারা...

সব জ্বেলে লেখা হয় হ্রাস-দীর্ঘ জীবনের গান

বেঁচে থাকা... সে-ই তবে মহত্তম শিল্পের স্মারক

হিতে আর বিপরীতে হোক, বাঁচো... মগ্নপূর্ণতায়

বাঁচার আনন্দে বাঁচো, দূরে রাখো মৃত্যুর বিষাদ

               

সমর্পণে কখনো কি সান্ত্বনার বৃক্ষ জন্ম নেয়?

সার্বভৌম ফুল, পরিযায়ী মেঘ, মুহূর্তমুখর

গানের সকল পথে হেসে থাকে চোখতোলা হাসি!

 

জীবন ফুরিয়ে আসে... স্তব্ধতার আঁটোসাঁটো স্তূপ

তখনো গল্পের স্রোত উজানে-ভাটিতে শব্দরূপ আঁকে

মানুষের কীর্তি লেখে... চিরকাল মানবসংগীত

শব্দদৈর্ঘ্য পড়ো, প্রস্থে-উচ্চতায় পাঠ করে যাও...

অন্ধকার খসে যাবে, আঁধারের হবে পরাজয়...

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর