শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

আত্মপরিমিতি

বীরেন মুখার্জী

অকৃপণ নিষ্ঠুরতা; অহমিকার দৃশ্য সরালেই দেখতে পাবে সারি সারি কানাবক, ঋতুর সমীহ পেছনে রেখে যারা পাখা মেলেছে গোধূলির আসমানে; কোথায় চলেছে তারা, এমন জিজ্ঞাসা উহ্য রেখেই গন্তব্যে ফিরতে হবে তোমাকে; ওহে জাদু, ছদ্মবেশী নীতি আর গোয়ার্তুমি শিকেয় রাঙিয়ে!

কেননা, জীবনের সবিশেষ ধরে একদিন টানতে থাকবে পৃথিবীর বিমল হাওয়া, তখন, দীর্ঘশ্বাসে চুমু দিয়ে-সমূহ সত্যের কাছেই ফিরতে হবে তোমাকে। যেভাবে ফিরেছে সবাই। প্রস্তর গভীর থেকে ভেসে এসেছে যেদিন অলৌকিক স্বর; অবিনশ্বর সে-স্বর মিশে আছে-বয়োজীর্ণ পৃথিবীর গীতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর