শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
কবিতা

পথেঘাটে বেনিয়া-বাজার

জাহিদ হায়দার

অচিরেই তোমাকে বানাবে ওরা

ক্রিপ্টোকারেন্সি।

 

স্পর্শহীনতার সংকেতে, লেনদেনে

ক্ষয়ে যাবে প্রেমিকের হাত।

 

পণ্যের পতাকা-দিন,

অপচয়ে উড়ন্ত জীবন।

 

    দেখে যাবে

    শ্বাসের সংঘাত,

বড়ো রাস্তাও হিসাবের গলিঘুঁচি।

 

কেউ বলবে না,

তোমাকে গ্রহণ এক উজ্জ্বল শিক্ষারুচি।

 

পথে পথে বেনিয়া-বাজার

চোখে চোখে হিপোক্রেসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর