শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বাজার ধর

মাসুদ পথিক

লোকটির মাথায় বসে পা নাচাচ্ছে ‘শোক

ব্যথা’ তার বুকে লাঙল শেষে বুনছে সুফলা ধান

 

দূরে, ঠিক পায়ের কাছে তার গন্তব্যের নীল ঘোড়া

জল খাচ্ছে

আলের পর লোকটির মাথার ওপর সজন বৃক্ষ

ডালে প্যাগন্যান্ট চিতা বাঘ

ছড়াচ্ছে হালুম

 

নিরিবিলিতে প্রেম করতে আসা যুগল পালাচ্ছে ভয়ে

হাওয়া ব্যবসায়ীগণ এসে জড়ো হচ্ছে কিনতে হালুম

বাজার ধর চড়া এখন

 

কেবল লোকটি দেখতে পাচ্ছে, হয়ে নীরব পাথর

কারো চলে যাওয়া, আর

 

বাস্তবতার ছেলেমেয়েগুলো অতিমারিতেও খেলছে লোকটাকে ঘিরে

ঢিল ছুড়ছে তাচ্ছিল্যের, আর বকছে, পাগল... পাগল...

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর