শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দল চেলা হাতি

নিলয় রফিক

বাবুই দিঘির জলে, অসুন্দর জাটকা শিকারি

পঁচাগন্ধ দেহশিরা বোবার পাথরে দল চেলা

সূর্যের প্রতিভা দেখে চোখলাল শেকড়ে মাকড়

দন্তহীন হাতি শুঁড় সম্পর্কের পৃষ্ঠায় চালাকি।

 

উঠোনে সকালে মুখ, ফুলগুলো লাশের লাইন

বৃত্তের ভেতর বন্দি, ঝাউপাতা নিভৃতে রোদন

হাজার ঢেউয়ে তীর শান্তিপাঠ অকালে গুহায়

পাখির সীমানা নেই, শব্দের সন্ধ্যানে পথ খুঁজে।

 

রাজপথে ঘামঝরে ব্যর্থতা ফসল ঘরে তুলে

মেঘের পাহাড় স্তুপ, আলোসভা ডাকেনা অদূরে

গুণবতী বউ রেখে, শালীর আঁচলে দেহ ঘুম

তালাকনামা অকর্মে, নামপাগলের কান্ড-জ্ঞান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর