শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
কবিতা

পথ

মুহম্মদ নূরুল হুদা

হাঁটতে হাঁটতে আমি তোমাকে এঁকেছি।

হাঁটতে হাঁটতে আমি তোমাকে দেখেছি।

তোমাকে আঁকার আগে ছিলে ভিন্নরূপ;

তোমাকে আঁকার পরে পেলে আত্মরূপ

যেন মুহূর্তেই; উড়ে আসে প্রজাপতি

হাজার বরণ; কে যে পতি কে যে সতী

সহজে যায় না বোঝা; বুঝে কার লাভ!

তোমার খোয়াব জুড়ে আমার খোয়াব।

যে পথে এসেছি হেঁটে সে পথ তোমার;

পথের শুরুতে, শেষে জ্বলে তারাবাতি;

যে পথে হাঁটোনি তুমি, সে পথ আমার;

চরাচরে মোড়ে মোড়ে শুধু অমারাতি;

এক পথ দুই মুখে রয়েছে দাঁড়িয়ে-

পথ আসে পথ যায় পথেই হারিয়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর