শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

স্মৃতি-শিশির

মুহাম্মদ ফরিদ হাসান

অখন্ড ছুটি পেলে

স্মৃতিগাড়ি স্টেশনে থামে

চারদিকে তখন দুর্দান্ত উৎসব

খেতে, রাস্তার ধারে ভিজে আমাদের মুখ-নিষ্পাপ

 

ভেজা চোখ, ভেজা মন, ভেবে যাই-

আমাদের ঘুড়িগুলো কার কাছে আছে?

লাটিম ফিতে, মারবেল কার পকেটে আত্মগোপন?

স্মৃতির প্রান্তর রাত-বিরাত খাঁ-খাঁ করে

ডুবায়, ভাসায়

রক্তে-নিঃশ্বাসে গেঁথে রাখে হাহাকার!

 

প্রতিদিন সকাল হলে দেখি

শিশির ঘাসে লেগে আছে কত কত মুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর