শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

শিল্পের ঘরবাড়ি

সোহরাব পাশা

অপেক্ষার ভেতরে বাড়ে দীর্ঘশ্বাসের অন্যমাত্রা

সন্ধ্যের ঠিক আগে জ্বলে সোনার আলো

বাতাসে রোদ ভেজা বৃষ্টির কোলাহল

পরিহাস করে নির্বোধ রাত্রির ঘড়ি

 

ফের স্বপ্ন ফিরে আসে মেঘের ডানায়,

ফিরে আসে পুরনো আখ্যান

নির্জন বেদনার বৃত্তান্ত

 

রেবো কী তীব্র শূন্যতার ভিড়ে খুঁজেছে

ধ্রুপদী শিল্পের স্বপ্নবাড়ি

মেঘলা আকাশে ঝুলে থাকে শীর্ণ চাঁদের কঙ্কাল

দীর্ঘ পথ ফুরিয়ে যায় ভুল স্টেশনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর