শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

মায়াবী যন্ত্রণা

বকুল মাহবুব

কালো নিমপাতার সবুজ ঘ্রাণে ভাসে

হরিদ্রাভ সরিষার মৌ মৌ শব্দ।

বৃত্তহীন সাদা কুয়াশার শরীর বেয়ে

ছড়িয়ে পড়ে রোদ্রের হিমশীতল ওম।

রাতের নিঃসঙ্গ নিস্তব্ধতা কেড়ে নেয়

মায়াবতী সুখ, মূক হয়ে যায় নীল স্বপ্ন।

শীতের কার্নিশ বেয়ে

গড়িয়ে পড়ে ছেড়া মেঘ,

দহনের কম্বলে মোড়ানো লাল ভালবাসা

অস্তিস্ত¡হীন গন্ধে বধির হয়ে থাকে।

আকাশ জুড়ে নীল ভালবাসার হাতছানি

বিবর্ণ সাধের লাল টিউলিপ

যেন তপ্ত রোদে রুপালি ইলিশের ক্রন্দন।

অস্থির যন্ত্রণায় কাতর ধোয়াটে রোদ

দল বেঁধে ঘুরে বেড়ায় মায়াবি যন্ত্রণা

স্বপ্ন আঁকড়ে মূক বেঁচে থাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর