ওই তো, গাছের ছায়ায় ছুটে চলেছে তরুণ-তরুণীর দল। তাদের গন্তব্য শেফিল্ড বিশ্ববিদ্যালয়। ধাবমান শিক্ষার্থীদের অনুসরণ করে আমিও এগোই এই আলোর মায়ায়। উত্তর বিলেতের এ শহরটির প্রাণ বলতে উচ্ছল শিক্ষার্থীর দল। কাঁধে ল্যাপটপ আর হাতে কফিমগ নিয়ে তারা হাঁটে ফুটপাত ধরে। মন্থর পায়ে চলতে অভ্যস্ত বাঙাল-আমি হন্তদন্ত হয়ে ছুটতে গিয়ে দু-এক বার হোঁচটও খেয়েছি। বলা প্রয়োজন, ৬ লাখ জনসংখ্যা অধ্যুষিত…