শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

অন্বেষণ

আইউব সৈয়দ

অন্বেষণ

ক.

বাগানের কাছাকাছি বিনীত জীবন ফিরে আসে,

কেঁপে ওঠি উষ্ণ আলিঙ্গনে। অপলক দুটি চোখে

আঁকড়ে ধরি বিহ্বল নৃত্য আর পালিত উদ্যমে

সাড়া দিই সুবিশাল লেজঝোলা সুখ- স্বপ্নময়।

মূল্যবোধের আলোকরশ্মি ছুঁয়ে অনুভব করি

জেঁকে বসা সভ্যতার উপচে পড়া শত মূর্ছনা।।

 

খ.

অনুপম অস্থিরতা ভেঙে সমুজ্জ্বল পরিচয়ে

বয়ে আসে আয়ুময়ীর নির্যাস; পায় চেতনার

রূপশালী অবয়ব। উন্মুখ আগ্রহে জুড়ে দিচ্ছে

নিজস্ব আনাগোনার সহজ-সবল কিছু থৈ থৈ।

শিথিল নয় মনন বাঁক কুটুম আত্মীয় নিয়ে

পরম যতেœ ঢুকে যাই জীবনের মর্ম খুঁজতে।।

 

গ.

গতিবিধির তফাত ভুলে আনন্দঘনতা বুনে

আধুনিক বিশ্বাসের মৃত্তিকায় শিকড়িত হবো,

ক্রমান্বয়ে বিবেকের ভুলগুলো স্বেচ্ছানির্বাসনে

রূপ-রূপান্তর হবে; শুধরে নেবো অস্পষ্ট সঙ্গ।

দ্রুত বদলাতে চাইছি অতৃপ্তিরই সংস্কার-

তাই অন্বেষণে নেমে পড়ি, খুঁজি ‘আল মাহমুদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর