শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

সেহেতু আমার ঘর

মুহম্মদ নুরুল হুদা

নিজেকে বপন করো নিজের ভিতর,

পাবে তুমি অন্য বীজ, নিজ-অন্যতর।

মুহূর্তেই অণুবীজ থেকে বিশ্ববীজ;

মানুষ, নিজেকে নিজে করো না খারিজ।

বিবর্তিত বীজে বীজে দূরত্ব অসীম;

ক্ষুদ্রতমে বৃহত্তম বিরাজে সসীম।

তুমি সেই দ্বৈরথেই যদি অগ্রসর;

ঘরে ঘরে ঘর যার, সে নয় অপর।

সেহেতু বসত করি তোমার ঘরেই,

আমি ছাড়া তোমারো তো অন্য ঘর নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর