শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

প্রেম যায় প্রেম হারায়

মোরশেদুল ইসলাম

প্রেম যায় প্রেম হারায়

এ হৃদয় দুলেছিল ঢোলকলমির গাছের মতন

উড়ে এসে বসলে তুমি যখন আমার গাঢ় সবুজ গায়:

ঠোঁটে এক মাজরা পোকা, মেরেছিলে আছড়ে ডান-বায়।

মরা পোকা খেয়ে ফিঙে ঠোঁট মুছে উড়ায় যখন

আমি আবার দুলেছি- ভেঙে যায় এবার স্বপন

আমি জাগতে জাগতে দেখি আমার হলদে পাতারা যায়

কেমন ঘুরপাক খেয়ে সময়ের প্রবাহে হারায়

সব স্মৃতি হয়ে যায়... স্মৃতির ভারে স্থির এ মন,

আমি বড্ড স্থির হায়!

তোমাকে পেয়ে এ মন খুইয়েছিল হিতাহিত জ্ঞান

যাওয়ার আগে পাতায় মল ত্যাগ করেছ কখন

ঘুণাক্ষরে টের পাইনি! ফিঙের মলের বিশ্রী ঘ্রাণ

আর দাগ লেগে আছে ঢোলকলমির পাতায় পাতায়!

 

এখন এক বুলবুল এসে বসেছে আবার গায়

কাতর হৃদয় আর কাঁপতেছে না আগের মতন।

তার ঠোঁটে পোকা নেই- একবার দৃষ্টি ফড়িং খোঁজে

আরেকবার নিচে দেখে, ‘এ কার শুকনো মল পাতায়?’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর