ছুটিতে আছে কাশেম। ছুটির মেয়াদ আপাতত তিন দিন। তবে আরও দুই দিন বাড়ার সম্ভাবনা প্রবল। কাশেম কারও অধীনে চাকরি করে না। তাই তার ছুটিও কারও মর্জির ওপর নির্ভরশীল নয়। নিজের ছুটি সে নিজেই দেয়। তবে কারণ ছাড়া দেয় না। যখন দেখে মোটা অংকের টাকা হাতে চলে এসেছে, কদিন কাজ না করলেও চলবে- কেবল তখনই দেয়। ততদিনের ছুটি দেয়, যতদিন না হাতের টাকাটা শেষ হয়। কাশেম একজন মিস্ত্রি। তালার মিস্ত্রি।…