শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বই পরিচিতি

সাহিত্য ডেস্ক

বই পরিচিতি

খুলনা-বাগেরহাট-সাতক্ষীরার সমন্বয়ে ‘বৃহত্তর খুলনার ইতিহাস’ গ্রন্থটির লেখক মোহাম্মদ রেজওয়ানউল হক খুলনার সন্তান। তিনি সরকারের সাবেক অতিরিক্ত সচিব এবং বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক।

প্রাচীন যুগ থেকে বৃহত্তর খুলনার অবস্থা, ভূতত্ত্ব, ভৌগোলিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও সামাজিক বিবর্তনের ধারাবাহিকতা এ গ্রন্থে বর্ণিত হয়েছে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বরেণ্য ব্যক্তিদের বিভিন্ন সুকৃতি ও কর্মপরায়ণতার চিত্র পাওয়া যায় এখানে। বর্তমান ও ভবিষ্যতের গবেষকরা এ অঞ্চলের অনেক মৌলিক উপাদান এ বই থেকে সংগ্রহ করতে পারবেন। গ্রন্থটিকে খুলনা অঞ্চলের একটি প্রামাণ্য দলিল হিসেবে বিবেচনা করা যায়।

বৃহত্তর খুলনার ইতিহাস

মোহাম্মদ রেজওয়ানউল হক

প্রকাশক : বইপত্র, ঢাকা

প্রচ্ছদ : আহমেদ ইউসুফ আবদুল্লাহ

মূল্য : ১৭০০ টাকা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর