শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মাত্রা ও স্বরে ডাকি তাকে

দিলারা হাফিজ

১.

সুখগুলো যে সিøপ কেটে যায়

গভীর খাদে, অ-সুখগুলো হায়,

জড়িয়ে থাকে হৃদয়ে থতমতো

গোপন সেই ব্যথার মতো ব্রত।

২.

কথার শূলে চড়িয়ে দেবে? দাও,

সাত সমুদ্রে আমি তো নই পলকা ডিঙি নাও?

৩.

অঢেল সময় নেই তো হাতে

বৈতরণী কাছে

বনভূমিও হারায় সবুজ

সময় আগে-পিছে।

৪.

মানুষ চলে গেলে

অবশিষ্ট থাকে তার শূন্যতা,

যতক্ষণ পাশে থাকে

তার প্রতি নিবিড় বাড়ে নিষ্ঠুরতা;

তুলনাহীন এই মানব জটিলতা

স্বেচ্ছায় বলি দেয় স্নেহ ও মমতা।

৫.

বাতাস হারালে পাতারা ঠায় দাঁড়িয়ে থাকে

আবার ফিরে আসবে বলে,

তুমি চলে গেলে কলাগাছের আড়ালে আমি একা

ফিরবে না জেনেও, আজো পারিনি যেতে চলে...

৬.

শস্য ও শাবক, দুটোই সাময়িক রেখা,

ইরেজারে মুছে গেলে, কিছুই যায় না দেখা।

৭.

মাটির এই পৃথিবী-রথে অশেষ-শেষ বলে কিছুই নেই

তুমি ও আমি গেলেও চলে

আনন্দিত ভাষা ও আশা, পাবে যে খুঁজে তারও খেই...

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর