স্নেহের চিনা বেশ কদিন ধরে তোমাকে চিঠি লিখতে চাইছি। লিখছিও। কিন্তু কিছু দূর লেখার পর মনে হয় যা লিখেছি তা লিখতে চাইনি। যা চাইছি তা লিখতে পারিনি। আবেগে চোখ ভিজে গেছে। এমনো হয়েছে, যে লেখা শুরু করে চা বানিয়ে ফিরে এসে চায়ে চুমুক দিয়ে মাত্র লিখে যাওয়া কথাগুলোই অর্থহীন মনে হয়েছে। তাই ডিলিট করে আবার সেই লিখতে শুরু করেছি। আগের কাল হলে আজ আমার লেখার টেবিলের নিচটা ভরে যেত আধা লেখা…