শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

এখানে এখন

মোহন রায়হান

এখানে এখন টেঁটাবিদ্ধ মানুষের চোখ

মেঘের অরণ্যে ভেসে বেড়ায় শীতার্ত নদী

চৌচির গানের ফুলে মৃত মৌমাছির শব

নক্ষত্রের সব আলো গিলে খায় আজদাহা

বাইডেনের কালো কোট নাচে দক্ষিণ এশিয়ায়

লামা মারমার দোচোয়ানী তীব্র ঝাঁজে।

 

রুপালি ইলিশ পেটি সোনাছাপা জামদানি

মদির আনন্দের ঢেঁকুর তুললেও

মমতার মমতা কুড়াতে ব্যর্থ টিপাই

জলহীন জলাশয় ধু ধু মরুভূমি সবুজের ঢেউ

সীমান্তের তলপেট কুঁকড়ে উঠছে বমি

সম্প্রীতির বুটের তলায় উলঙ্গ স্বদেশ

ঝুলে থাকে কাঁটাতারে আহা! কী চমৎকার!

 

চরম অসূয়া বিষে শ্বাসরুদ্ধ চারিদিক

একিদনাদের দানবীয় আস্ফালন ত্রাস

রক্তের তুমুল হোলিখেলা আবার আকাশে

শ্মশানের চিতা হয় সমুদ্রের নীল জল

দূতাবাসপাড়া মুখরিত আনন্দ-ডিনারে

শিফনের ঢেউ আর নকশিকাঁথা কারুকাজ

নিলামে তুলবে সুলতানের কিষানির

বিশাল স্তন উরু আর নিতম্বের দীপ্র শোভা

জয়নুলের নিসর্গ লালসবুজ পতাকা

 

এখানে এখন কালো কাল ভয়ানক স্ফিংক্সের!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর