শুক্রবার, ৫ মে, ২০২৩ ০০:০০ টা
লেখক বৃত্তান্ত

ভালো শিকারি ছিলেন লিও তলস্তয়

ভালো শিকারি ছিলেন লিও তলস্তয়

লিও তলস্তয় বিশ্বসেরা সাহিত্যিকের একজন। তার সাহিত্য কালজয়ী। তাকে রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক, এমনকী বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবেও বিবেচনা করা হয়। তার দুটি অনবদ্য উপন্যাস ‘ওয়ার অ্যান্ড পিস’ এবং ‘আন্না কারেনিনা’ এখনো পাঠকের মনকে মুগ্ধ করে। তলস্তয়ের জন্ম তুলা প্রদেশের ইয়াস্নায়া পলিয়ানায়। ছোটবেলায় তার বাবা-মা মারা যান। আত্মীয়স্বজনই তাকে লালন-পালন করেন। ভালো শিকারি ছিলেন এবং ভয়ঙ্কর জেদি। একবার ভালুক শিকারে গিয়েছিলেন, একটা ভালুক থাবা মেরে চোখের নিচে থেকে বাঁ-দিকের গাল ছিঁড়ে নামিয়ে দেয়। দুই সপ্তাহ পরে ভালো হয়ে তিনি ফের শিকারে যান এবং ওই ভালুকটিকে বধ করেন। ছোটগল্প, বড়গল্প, উপন্যাস, নাটক, শিশুসাহিত্য, প্রবন্ধ, ডায়েরি, চিঠিপত্র সব মিলিয়ে তার রচনাসমগ্র প্রায় ৯০ খন্ডে বিভক্ত।

সর্বশেষ খবর