[পূর্ব প্রকাশের পর] নবজাগরণযুগপ্রভাতের রবি তেমন আবর্তেই বেঁধেছেন বিশ্ব-সংসারকে: ‘ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে/ গন্ধ সে চাহে ধূপেরে রহিতে জুড়ে/ সুর আপনারে ধরা দিতে চাহে ছন্দে/ ছন্দ ফিরিয়া ছুটে যেতে চায় সুরে/ ভাব পেতে চায় রূপের মাঝার অঙ্গ/ রূপ পেতে চায় ভাবের মাঝারে ছাড়া/ অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ/ সীমা চায় হতে অসীমের মাঝে হারা/ প্রলয়ে সৃজনে না জানি এ কার যুক্তি/…