জাহাজ ভিড়েছে ঘাটে- ত্রস্ত ব্যস্ত জলের নাবিক
মাটির আনন্দ নেবে উল্লসিত প্রেমজ হৃদয়
মনের অলিন্দে হাঁটে মননের বিপুল বিস্ময়
তোমার মুখশ্রী দেখে লজ্জা পায় তারা ঝিকমিক।
জন্মেছি এ বঙ্গদেশে দেখে ফিরি হরিণী নয়না
কী দারুণ কাব্যিকতা তাহাদের শরীরের ভাঁজে
চন্দ্রমুখী সুনন্দাও পাললিক মৃত্তিকার সাজে
ধ্যানমগ্ন বকেরাও বাক্যহীন জিভ কাটা খনা!
প্রতিক্ষণ প্রেমাকাক্সক্ষী, কেউ বলে প্রেমের কাঙাল
সুপ্ত বীজে স্বরলিপি সূর্যালোকে জন্ম দেয় চারা
কাঙ্ক্ষিত চুম্বনে জাগে হৃদপত্রে তীব্রতর নাড়া
বসন্ত উদ্দাম দিনে তুমিই সে সৌভাগ্যের কাল।
তুমি আমি যতক্ষণ এক দেহে থাকি একমন
দূর থেকে ফিরে যাবে বিধাতার মৃত্যুর সমন।