পাহাড় চুপচাপ দাঁড়িয়ে থাকে,
যেন ধৈর্যের দীর্ঘ ছায়া।
অভিমান জমে পাথরে,
তবু ভাঙে না স্থিরতা।
শক্তি মানেই উচ্চতা নয়,
কখনো তা নীরবতার প্রাচীর।
আমরা যতই উঠি,
আত্মা শেখে নত হতে।
পাহাড় চুপচাপ দাঁড়িয়ে থাকে,
যেন ধৈর্যের দীর্ঘ ছায়া।
অভিমান জমে পাথরে,
তবু ভাঙে না স্থিরতা।
শক্তি মানেই উচ্চতা নয়,
কখনো তা নীরবতার প্রাচীর।
আমরা যতই উঠি,
আত্মা শেখে নত হতে।