শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কালি ছাড়াই হবে প্রিন্ট

কালি ছাড়াই হবে প্রিন্ট

প্রযুক্তি নেদারল্যান্ডসের একদল যুবক এমন প্রিন্টার আবিষ্কার করেছে যেখানে কালি ছাড়াই প্রিন্ট হবে কাগজ। ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে চলবে এই কালিবিহীন প্রিন্টার, এটি আবিষ্কার করেছেন ভারতীয় বংশোদ্ভূত ডেলফট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভেংকাটেশ চন্দ্রশেখর। ভেংকাটেশ জানান, বেশ কয়েক বছরের নিরলস চেষ্টার ফসল এই কালিবিহীন প্রিন্টার।

ভেংকাটেশ আরও বলেন, গত কয়েক বছরের গবেষণায় আমরা এমন একটি প্রিন্টার তৈরি করতে পেরেছি যা কালি ছাড়াই সাধারণ প্রিন্ট করা কাগজের মতো কালো এবং টেকসই হবে। আপাতত প্রিন্টারটি বাজারজাতকরণের কাজ ইতিমধ্যেই হাতে নিয়েছে ডাচ একটি কোম্পানি। টোকানো নমের কোম্পানিটি খুব শিগগিরই এটি বাজারজাত করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির বাণিজ্যিক প্রধান আরনড ভ্যান ডার ভিন আশাবাদ ব্যক্ত করেছেন। খুব শিগগির প্রথম সারির প্রিন্টিং কোম্পানিগুলোর সঙ্গে কাজ করবেন তারা। সুতরাং এখন থেকে প্রিন্টারের কালি কেনা থেকে শুরু করে কালি ভরা এমনকি কালি শেষ হয়ে যাওয়া নিয়ে টেনশনের দিন শেষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর