শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বাংলার মালালা

[সাহিদা আক্তার স্বর্ণা]

বাংলার মালালা

সাহিদা আক্তার স্বর্ণার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সিংদীঘি গ্রামে। বাল্যবিবাহ রোধে কাজ করে চলেছেন তিনি। যেখানেই শোনেন বাল্যবিবাহ দেওয়া হচ্ছে সেখানেই ছুটে আসেন তিনি। অভিভাবকদের বুঝিয়ে, সংগঠনের সদস্যদের নিয়ে কিংবা প্রশাসনের সহযোগিতায় এসব বাল্যবিবাহ বন্ধ করেছেন। দরিদ্র পরিবারে অর্থকষ্টে থাকলেও জীবনের গতি থেমে থাকেনি। প্রাণিবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে। পারিবারিক চাপেও অল্প বয়সে বিয়েতে রাজি হননি। নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে শুরুটা করেছিলেন। ২০১৪ সালে নরওয়ের অসলোয় অনুষ্ঠিত শিশু ও নারীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন। এর আগে ৬টি ও সম্মেলন থেকে ফিরে ২৫টি বাল্যবিবাহ বন্ধ করেন। সম্মেলনে তার দুঃখ-কষ্টে ভরা জীবনে বাল্যবিবাহ রোধে কর্মকাণ্ডগুলো ব্যাখ্যা করেন। এগুলো শুনে সবাই অভিভূত হয়ে স্বর্ণাকে ভূষিত করেন বাংলার মালালা খ্যাতিতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর