শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

গ্রাফিক্স ডিজাইনার

[গোলাম ফারুক]

গ্রাফিক্স ডিজাইনার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের প্রভাষক গোলাম ফারুক। ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনে তিনি বর্তমানে বাংলাদেশের সেরা। এ ছাড়া গ্লোবাল ফ্রিল্যান্সিং প্লাটফর্ম আপওয়ার্কের বিবেচনায় গোটা বিশ্বের লক্ষাধিক ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইনারের মধ্যে গোলাম ফারুক অর্জন করে নিয়েছিলেন দ্বিতীয় স্থান। এ ছাড়াও লোগো ডিজাইনার ও গ্রাফিক্স ডিজাইনারদের তালিকায় চতুর্থ অবস্থানটিও গোলাম ফারুকের। ২০১৬ সালের আগস্ট মাসে আপওয়ার্ক ‘ইলাস্ট্রেশন ক্যাটাগরি’তে বিশ্বের সেরা ১১ জন ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনারের তালিকা প্রকাশ করে। গোটা বিশ্বের কয়েক লাখ ফ্রিল্যান্সারের মধ্য থেকে কাজের দক্ষতার ওপর ভিত্তি করে প্রতি মাসে একটি তালিকা প্রকাশ করা হয়। এই কাজটি করে আপওয়ার্ক। আপওয়ার্কে প্রতিটি কাজের জন্য গোলাম ফারুক প্রতি ঘণ্টায় ৩৫ ডলার করে ফি নেন। তালিকার প্রথম পাঁচজনের মধ্যে সবচেয়ে কম ঘণ্টা কাজ করেও গোলাম ফারুকই সবার থেকে শীর্ষে আছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর