শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

গবেষণায় এগিয়ে

[ড. খোন্দকার সিদ্দিক-ই রব্বানী]

গবেষণায় এগিয়ে

তিনি প্রফেসর ড. খোন্দকার সিদ্দিক-ই রব্বানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন। দীর্ঘদিনের গবেষণায় তিনি তরুণদের সঙ্গে নিয়ে উদ্ভাবন করেছেন একটির পর একটি নানাবিধ আবিষ্কার। হৃদযন্ত্রের ওঠা-নামা পর্যবেক্ষণ করার জন্য তার দলের উদ্ভাবিত কম্পিউটারাইজড ইসিজি মেশিনটি মাত্র সাত ইঞ্চির। উদ্ভাবন করেছেন স্বয়ংক্রিয় শ্বাস-প্রশ্বাসযন্ত্র, পানিকে জীবাণুমুক্ত করার কৌশল, ডিস্ট্রিবিউশন অব এফ-লেটেন্সি, ডায়নামিক পেডোগ্রাফ, মায়ো ইলেক্ট্রিক প্রস্থেটিক হ্যান্ড, তিন লিড নন-ডায়াগনস্টিক ইসিজি এবং টেলি মেডিসিন পদ্ধতি। এই টেলিমেডিসিন পদ্ধতি গ্রামের সুবিধাবঞ্চিত রোগীরা ব্যবহার করে শহরের বিশেষজ্ঞ চিকিৎসদের সঙ্গে যোগাযোগসহ চিকিৎসাসেবা গ্রহণ করতে পারা যায় সহজেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর