শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বড় আকারের যুদ্ধজাহাজ

[খুলনা শিপইয়ার্ড]

বড় আকারের যুদ্ধজাহাজ

গত বছর খুলনা শিপইয়ার্ড কর্তৃক নির্মিত প্রথমবারের মতো বিশাল আয়তনের যুদ্ধজাহাজ নির্মাণে নতুন ইতিহাস সৃষ্টি করে। ৮ শতাধিক কোটি টাকা ব্যয়ে ‘লার্জ পেট্রোল ক্রাফট-এলপিসি’ নির্মিত দুটির মধ্যে একটি উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ-ওএসপি, এনডিসি, পিএসসি। এটি দৈর্ঘ্যে ২১০ ফুট ও ৩০ ফুট প্রস্থ। এই যুদ্ধজাহাজ ঘণ্টায় প্রায় ২৫ নটিক্যাল মাইল বেগে সমুদ্রের যে কোনো লক্ষ্যস্থলে চলতে সক্ষম। এই যুদ্ধজাহাজে ৭০ জন করে নৌসেনা ও নাবিক থাকতে পারবে। পাশাপাশি চীনা কারগরি সহযোগিতায় নির্মিত এবং অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সমৃদ্ধ এই যুদ্ধজাহাজটিতে ১টি ৭৯.২০ মিলিমিটার কামান রয়েছে। সর্বাধুনিক প্রযুক্তির সমাহারে তৈরি এই জাহাজে টর্পোডো ও মিসাইল ধারণ ক্ষমতাসম্পন্ন। এই জাহাজ নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ সমর শিল্পে উপমহাদেশে বিশেষ অবস্থান অর্জন করতে সক্ষম হচ্ছে। সেই সঙ্গে আন্তর্জাতিক বিশ্বে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর