শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মিস মিসিসিপি

[পারমিতা মিত্র]

মিস মিসিসিপি

পারমিতা মিত্র প্রথম বাঙালি হিসেবে আমেরিকার মিসিসিপি স্টেটসে ২০১৩-এর সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন। ২০০৯ সালেও তিনি ‘মিসিসিপি টিন’ খেতাবে ভূষিত হয়েছিলেন। মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রথম বাংলাদেশি অভিবাসী পারমিতা মিত্র। মার্কিন মুলুকের সাড়া জাগানো এ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তাকে দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছিল। মাত্র এক বছর বয়সে ১৯৯২ সালে পারমিতা পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান। সেখানেই প্রাতিষ্ঠানিক পড়াশোনা, স্কুলে পড়ার সময় ‘হোমকামিং কুইন’ খেতাব জয়। এরপর ‘মিস লামার কাউন্টি’ ও ‘মিস মিসিসিপি টিন’। তারপর ‘মিস মিসিসিপি’ খেতাব। তার বাবা প্রফেসর অমল মিত্র ইউনিভার্সিটি অব সাউদার্ন মিসিসিপির এপিডেমিওলোজি ও বায়োস্ট্যাটিসটিক্স বিভাগের অধ্যাপক এবং কমিউনিটি হেলথ সায়েন্সের ফুলব্রাইট স্কলার। পারমিতা মিত্র মহাকাশ প্রকৌশল বিষয়ে পড়ালেখা করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর