শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মিস ওয়ার্ল্ড জাপান

[প্রিয়াঙ্কা ইয়োশিকাওয়া]

মিস ওয়ার্ল্ড জাপান

নানা প্রতিকূলতার মাঝে মিস ওয়ার্ল্ড জাপান ২০১৬-তে নিজের অবস্থান শীর্ষে তুলে ধরেছেন মিশ্র বর্ণের বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী প্রিয়াঙ্কা ইয়োশিকাওয়া। অনেকের ধারণা এই পুরস্কার বিজয়ীর মা-বাবাকে অবশ্যই জাপানি হওয়া উচিত। এমন পরিস্থিতিতে বাবা বাংলাদেশি হওয়ার কারণে সমালোচনার মন্তব্যে তিনি পেয়েছেন, ‘বিশুদ্ধতার অভাব’। নানা বিচার-বিশ্লেষণের পর যোগ্যতা অনুসারে ৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখে ঘোষণা হয় মিস ওয়ার্ল্ড জাপান। সেখানে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রিয়াঙ্কা ইয়োশিকাওয়া ঘোষ। অর্জনের দৌড় এখানেই থামাতে নারাজ প্রিয়াঙ্কা। ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি উচ্চতার এই তরুণী শুধু একজন মডেল নন, দক্ষতার ছাপ রেখেছেন বিভিন্ন অঙ্গনে। কর্মঠ ও প্রতিভাবান এই তরুণী একই সঙ্গে একজন অ্যামেচার কিক বক্সার, দক্ষ দোভাষী, ইংরেজি শিক্ষক এবং লাইসেন্সধারী হাতি প্রশিক্ষক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর