শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ব্রিটিশ বাণিজ্য দূত

[রুশনারা আলী, এমপি]

ব্রিটিশ বাণিজ্য দূত

২০১৬ সালে ব্রিটিশ এমপি রুশনারা আলীকে বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বিশ্ব দরবারে বাংলাদেশের মাথা উঁচু করেছে যে কজন তাদের মধ্যে তিনি অন্যতম। এমনকি ২০১১ সালে ব্রিটেনের প্রভাবশালী রাজনৈতিক পত্রিকা নিউ স্টেটসম্যান ‘পার্লামেন্টের উদীয়মান তারকা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে অনূর্ধ্ব ৪০ বয়সের ২০ জন এমপির তালিকা দিয়ে বলা হয়, তাদের মধ্য থেকে অনেকেই ব্রিটেনের মন্ত্রিসভায় স্থান করে নেবেন এবং বেরিয়ে আসবে ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তিনি আর কেউ নন— রুশনারা আলী এমপি। গত কয়েক বছরে ব্রিটেনের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ নারী। লেবার পার্টি থেকে দুই দুই বারের নির্বাচিত এই এমপি অনেক কাঠখড় পুড়িয়ে এ অবস্থান তৈরি করেছেন। ২০১০ সালে বেথনাল গ্রিন অ্যান্ড বো থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি এমপি এবং নির্বাচিত প্রথম তিনজন মুসলিম মহিলা এমপির অন্যতম রুশনারা আলী। এমনকি হয়েছেন লেবার দলের ছায়া শিক্ষামন্ত্রী। আবার এই ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে হৈচৈ ফেলে দেন গোটা ব্রিটেনে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের মে মাসে ফের নির্বাচিত হন তিনি। সম্প্রতি বাংলাদেশের বাণিজ্য দূত হিসেবে নিয়োগ পান রুশনারা আলী। দেশটির ক্রস পার্টি বাণিজ্য দূত হিসেবে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাকে এই দায়িত্বে নিয়োগ দেন। যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটের এক বার্তায় বলা হয়, রুশনারা আলী বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশি ও যুক্তরাজ্যের কোম্পানিগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বাংলাদেশের পোশাক শিল্পের উন্নতিতে ভূমিকা রাখবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর