শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

তরুণ নেতৃত্বে বাংলাদেশি

[সওগাত নাজবিন খান]

তরুণ নেতৃত্বে বাংলাদেশি

জাতিসংঘ ঘোষিত সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি)-এর সমর্থনে কাজ করছেন এমন ১৭ তরুণ নেতার তালিকায় ছিলেন বাংলাদেশি মেয়ে সওগাত নাজবিন খান। তিনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। প্রাথমিকভাবে ১৮৬ দেশ থেকে বিভিন্ন ক্ষেত্রে ১৮ হাজারেরও বেশি আবেদন আসে। প্রত্যেক আবেদনকারীর বয়স ১৯ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। এদের মধ্য থেকে এসডিজি’র ১৭টি মৌলিক লক্ষ্যে অবদান রাখার জন্য ১৭ জন তরুণকে বাছাই করা হয়। তিনি ময়মনসিংহে এইচ এ ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেন। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য আর্থিকভাবে অসচ্ছল ছেলে-মেয়েদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পড়ানো। যেখানে অভিভাবকরা তাদের সন্তানের জন্য ন্যূনতম অবৈতনিক শিক্ষা গ্রহণের কথা ভাবতে পারেন না, সেখানে নাজবিনের এই উদ্যোগ একটি যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে।

সর্বশেষ খবর