শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম নারী মেয়র

[নাদিয়া শাহ]

ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম নারী মেয়র

ব্রিটেনের ক্যামডেন কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচিত নারী মেয়র নাদিয়া শাহ। প্রথম মুসলিম নারী মেয়রও তিনি। ক্যামডেনে জন্ম নেওয়া নাদিয়ার পৈতৃক নিবাস বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়ায়। নাদিয়ার বাবা মোহাম্মদ নজরুল ইসলাম ও মা আম্বিয়া ইসলাম। ব্যক্তি জীবনে নাদিয়া তিন সন্তানের জননী। নাদিয়ার স্বামী জলিল শাহ ক্যামডেন কাউন্সিলের ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত। লন্ডনের পার্লামেন্ট হিল স্কুলে শিক্ষাজীবন শুরু করেন নাদিয়া। পরে গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজর হিসেবে ইংল্যান্ডের ন্যটওয়েস্ট ব্যাংকে কর্মজীবন শুরু করেন। এরপর হোম অফিসে কাজ, স্থানীয় সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে কাজ করার সুযোগ পান। ২০১৪ সালে নাদিয়ার রাজনীতিতে হাতে খড়ি। রিজেন্ট পার্কের একটি আসনে তিনি কাউন্সিলর নির্বাচিত হন।

সর্বশেষ খবর