শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

অলিম্পিকে প্রথম বাংলাদেশি

[সিদ্দিকুর রহমান]

অলিম্পিকে প্রথম বাংলাদেশি

বাংলাদেশের স্বনামধন্য গলফ খেলোয়াড় বা গলফার সিদ্দিকুর রহমান। ২০১৬ রিও অলিম্পিকে তিনি প্রথম বাংলাদেশি ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেন। ২০১০ সালে বাংলাদেশের পক্ষে প্রথম গলফার হিসেবে জয় করেছেন এশিয়ান ট্যুর শিরোপা। তার ক্রীড়া নৈপুণ্যের জন্য কলকাতার ‘এই সময়’ পত্রিকা বাংলার টাইগার উডস নামে অভিহিত করে। ১৯৮৪ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন মাদারীপুরে। জন্ম থেকেই প্রচণ্ড অভাবের মধ্যে বেড়ে ওঠেন তিনি। ছোটবেলায় ঢাকার কুর্মিটোলায় অবস্থিত সেনাবাহিনীর গলফ ক্লাবে তিনি ‘বলবয়’ হিসেবে বল কুড়ানোর কাজ করতে শুরু করেন। ফলে খেলাকে কাছ থেকে দেখার সুযোগ তৈরি হয়। সেই সিদ্দিকুর রহমান ১২টি অপেশাদার গলফ টুর্নামেন্ট জয় করেছেন। বাংলাদেশে ৫টি ও বিদেশে ৭টি অর্জন।

সর্বশেষ খবর